November 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 16th, 2023, 8:11 pm

পন্টিংকে পরাজয়ের দায় নিতে হবে: শেবাগ

অনলাইন ডেস্ক :

আইপিএলে টানা পাঁচ হারের পর সমালোনার তীরে বিদ্ধ হচ্ছে দিল্লি ক্যাপিটালস। তারকাবহুল দল এবং নামী দামী কোচিং স্টাফ নিয়েও তাদের এই করুণ হাল মানতে পারছেন না সমর্থকেরা। দিল্লির কোচিং স্টাফের কঠোর সমালোচনা করেছেন রবি শাস্ত্রী। এবার বীরেন্দ্র শেবাগও মাঠে নামলেন। তিনি এই ব্যর্থতার দায় চাপালেন দিল্লির কোচ রিকি পন্টিংয়র ওপর। শনিবার পাঞ্জাব কিংসের কাছে দিল্লির পরাজয়ের পর ক্রিকবাজকে শেবাগ বলেন, ‘একটা দল যখন জেতে, তখন কোচকে কৃতিত্ব দেওয়ায় হয়। কাজেই দল হারলে দায়ভারও তারই নেওয়া উচিত। আমরা অনেকবারই বলেছি যে, এই দলের কোচ হিসেবে পন্টিং অসাধারণ কাজ করেছে। তার কোচিংয় তারা ফাইনাল খেলেছে, প্রায় প্রতি মৌসুমেই প্লে অফ খেলেছে। সব কৃতিত্বই সে পেয়েছে। এখন তাকে ব্যর্থতার দায়ও নিতে হবে।’ ভারতের এই সাবেক বিধ্বংসী ওপেনারের ধারণা, দুঃসময় থেকে ঘুরে দাঁড়ানোর কোনো পথ আপাতত দিল্লির টিম ম্যানেজমেন্ট বের করতে পারছে না, ‘এটা ভারতীয় দল নয় যে দল জিতলে সমস্ত কৃতিত্ব নিয়ে দল হারার পর অন্য কাউকে দোষ দেওয়া যাবে। আইপিএল দলে সত্যি বলতে কোচের ভূমিকা শূন্য। কোচের সবচেয়ে বড় দায়িত্ব এখানে ম্যান-ম্যানেজমেন্ট আর ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগানো। দিনশেষে কোচকে তখনই ভালো মনে হয়, যখন দল পারফর্ম করে। দিল্লি এবার তা একটুও করতে পারেনি। আমার মনে হয়, দিল্লি দলটা এমন জায়গায় পৌঁছে গেছে যে, সংশ্লিষ্টরা এখন দ্বিধায় পড়ে গেছে যে ভাগ্য ফেরানোর জন্য কী করা প্রয়োজন।’