November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, July 29th, 2022, 9:30 pm

পবিত্র আশুরা ৯ আগস্ট

বাংলাদেশের আকাশে আজ (শুক্রবার) পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামীকাল ৩০ জুলাই পবিত্র যিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩১ জুলাই থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ৯ আগস্ট পবিত্র আশুরা পালিত হবে।

শুক্রবার সন্ধ্যায় বায়তুল মুকাররমস্থ জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. আউয়াল হাওলাদার।

ইসলামিক ফাউন্ডেশনের সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৯ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র মুহাররম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায় নি। ফলে আগামীকাল ৩০ জুলাই (শনিবার) পবিত্র যিলহজ মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ৩১ জুলাই (রবিবার) থেকে পবিত্র মুহাররম মাস গণনা শুরু হবে। সে প্রেক্ষিতে, আগামী ৯ আগস্ট (মঙ্গলবার) সারা দেশে পবিত্র আশুরা উদযাপিত হবে।

উল্লেখ্য, সারাবিশ্বের মুসলমানদের কাছে আশুরার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যময়। ইসলাম ধর্মমতে, মহান আল্লাহ ওই দিনেই পৃথিবী সৃষ্টি করেছেন এবং ওই দিনেই পৃথিবী ধ্বংস হবে।

আশুরার দিনে বিশ্বে সংঘটিত অলৌকিক অনেক ধর্মীয় ঘটনার কারণে মুসলমানদের কাছে ১০ মহররম বিশেষভাবে মহিমান্বিত। এছাড়া ওই দিনে ঐতিহাসিক কারবালা প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) সপরিবারে শাহাদাতবরণ করেন।

—ইউএনবি