April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 29th, 2022, 7:47 pm

পবিত্র শবে কদর পালিত

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বৃহস্পতিবার সারাদেশে পালিত হয়েছে মুসলমানদের পবিত্রতম ও বরকতময় রজনী পবিত্র শবে কদর।

দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও অগ্রগতির জন্য ঐশী আশীর্বাদ কামনায় রাত কাটিয়েছেন মুসল্লিরা।

পবিত্র কুরআন অনুসারে, এটি হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ। কারণ এই মহিমান্বিত রাতে মানবজাতিকে পার্থিব ও চিরন্তন মুক্তির পথ দেখানোর জন্য সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সা.) এর কাছে কুরআন অবতীর্ণ হয়েছিল।

মসজিদ ও ঘরে ঘরে বিশেষ মোনাজাত, পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, জিকিরসহ অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানে রাত্রি যাপন করেছেন মুসল্লিরা।

এ উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার এবং বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও স্টেশনগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করেছে এবং সংবাদপত্রগুলো এ রাতের তাৎপর্য তুলে ধরে নিবন্ধ প্রকাশ করেছে।

—-ইউএনবি