November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 3rd, 2022, 4:50 pm

পরিকল্পিতভাবে ক্যাম্পাসে হত্যা করা হয় রোহানকে

পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে কলেজ ক্যাম্পাসে ছুরিকাঘাতে সৈয়দ আলিফ রোহানকে হত্যা করা হয়। এছাড়া এজাহারভুক্ত পাঁচ আসামি ছাড়াও আরও কয়েকজন কিলিং মিশনে অংশ নিয়েছে।

শনিবার দুপুরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব কথা জানিয়েছেন গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি দীপ্ত সাহা (২১)।

ফুলতলা থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা এস এম শাহাদাত হোসেন বলেন, ফুলতলা এম এম কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত আসামি দীপ্তকে শনিবার খুলনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের খাস কামরায় নেয়া হয়। এ সময় দীপ্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তাদের সঙ্গে নারীঘটিত বিষয়ে রোহানের আগের শত্রুতার কথা জানায়। সেই সূত্র ধরে পরিকল্পিতভাবে গত বৃহস্পতিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে তাকে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় প্রত্যক্ষভাবে আট জন অংশ নেয়।

তিনি জানান, দীপ্তের জবানবন্দি নেয়া শেষ হলে বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। ১৬৪ ধারার জবানবন্দি কপি হাতে পেলেই পুরো বিষয়টি জানানো হবে। এজাহারনামীয় ছাড়াও এজাহারের বাইরে আসামি রয়েছে এবং তাদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

—ইউএনবি