April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 4th, 2022, 8:38 pm

পরিবেশ দূষণে শাস্তির বিধান রেখে ‘মোংলা বন্দর বিল’ পাস

ফাইল ছবি

পরিবেশ দূষণের জন্য কঠোর শাস্তির বিধান রেখে সংসদে ‘মংলা বন্দর বিল, ২০২২’ পাস হয়েছে।

সোমবার নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলটি চালনা বন্দর কর্তৃপক্ষ অধ্যাদেশ ১৯৭৬ বাতিলের কারণ এটি সামরিক শাসনামলে জারি করা হয়েছিল।

বিলে বলা হয়, পানি, ভূমি ও উপকূল দূষণ করে পরিবেশের ক্ষতি করার শাস্তি এক বছরের কারাদণ্ড বা পাঁচ লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করা হয়েছে। বিদ্যমান অধ্যাদেশে শাস্তি হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা।

বিলে সংযোজিত নতুন বিধান অনুযায়ী, বন্দরের টোল, ফি ও অন্যান্য চার্জ ফাঁকি দেয়ার শাস্তি এক বছরের জেল বা এক লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবে।

কেউ আইন অমান্য করলে ছয় মাসের কারাদণ্ড বা দুই লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। বিদ্যমান অধ্যাদেশে শাস্তি মাত্র ছয় মাসের জেল ও ৫০ হাজার টাকা জরিমানা।

এছাড়া ‘অভ্যন্তরীণ জলযান’, ‘টার্মিনাল’, ‘বার্থ’, কন্টেইনার মালবাহী স্টেশন ও ‘লিজ’-এর মতো কিছু নতুন পরষেবা বিলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিল অনুযায়ী, বন্দর পরিচালনার জন্য সাত সদস্যের একটি বোর্ড থাকবে। বিদ্যমান অধ্যাদেশে বোর্ডের সদস্য সংখ্যা চার জন।

বন্দর কর্তৃপক্ষ বিশেষ আদেশের মাধ্যমে সীমাবদ্ধ বন্দর এলাকা ঘোষণা করতে পারে।

—-ইউএনবি