অনলাইন ডেস্ক :
ক্রিস্টিয়ানো রোনাল্ডো এখনো পর্তুগালের জন্য ‘খুবই গুরুত্বপুর্ন খেলোয়াড়’। রোববার ইউরো বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে ফের জোড়া গোল করার পর অভিজ্ঞ এই ফুটবল তারকা সম্পর্কে এমন মন্তব্য করেছেন দলটির প্রধান কোচ রবার্তো মার্টিনেজ। ২০১৬ সালের ইউরো শিরোপা জয়ীদের হয়ে ৯ মিনিটে নুনো মেনডেসের পাসে গোলের সুচনা করেন ৩৮ বছর বয়সী রোনাল্ডো। ৬-০ গোলে জয়লাভ করা পর্তুগালের হয়ে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেছেন ৩১তম মিনিটে। এর আগে গত বৃহস্পতিবার লিচেনস্টেইনের বিরুদ্ধে বাছাইপর্বের প্রথম ম্যাচে জোড়া গোল করেছিলেন ৫ বারের এই ব্যালন ডি’অর খেতাব বিজয়ী। এর মাধ্যমে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ডের পাশাপাশি সর্বাধিক গোলের রেকর্ডকেও আরো সৃমদ্ধ করেছেন রোনাল্ডো। এই নিয়ে ১৯৮টি আন্তর্জাতিক ম্যাচে ১২২ গোলের মালিক এখন সিআর সেভেন। বিশ্বকাপের শেষ দুই ম্যাচে মূল একাদশ থেকে বাদ পড়ার পর রোনাল্ডোকে ফের জাতীয় দলে ফিরিয়ে আনা নতুন কোচ মার্টিনেজ বলেন,‘ সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচে অংশ নেয়া রোনাল্ডো বিশ্বের একজন অনন্য খেলোয়াড়। সাজঘরে তার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকাটা খুবই গুরুত্বপুর্ন। ২০১৪ সাল থেকে পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করা ফার্নান্দো সান্তোষের পরিবর্তিত হিসেবে কাতার বিশ্বকাপের পর পর্তুগালের প্রধন কোচের দায়িত্ব পেয়েছেন মার্টিনেজ। স্প্যানিশ এই কোচ বেশ ভালোভাবেই শুরু করেছেন আন্তর্জাতিক ম্যাচ। ইউরো বাছাইয়ের গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচেই জয়লাভ করেছে তার শিষ্যরা। জে’ গ্রুপের শীর্ষে থাকা দলটি প্রথম দুই ম্যাচে গোল করেছে ১০টি।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা