March 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 30th, 2022, 8:09 pm

পশ্চিম তীরে সহিংসতায় নিহত ৫ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক :

অধিকৃত পশ্চিম তীরে গত মঙ্গলবার ইসরাইলি সৈন্যের গুলিতে চার ফিলিস্তিনি নাগরিক নিহত হয়। ফিলিস্তিনের কর্মকর্তারা এ খবর জানান। এদিকে হামলায় ইসরাইলি এক সৈন্য আহত হওয়ার পর গাড়ি হামলা চালানো এক সন্দেহভাজন নিহত হয়েছে। ইসরাইলি হাসপাতাল ও সেনাবাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।রাতে পশ্চিম তীরে পৃথক দুই সংঘর্ষে সৈন্যদের লক্ষ্য করে হামলা চালানো ‘দাঙ্গাকারীদের’ ওপর ইসরাইলি সেনাদের গুলি চালানোর কথা নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনী।তারা জানায়, জেরুজালেমের উত্তরে সন্দেহভাজন এক ব্যক্তির গাড়ি হামলায় ২০ বছর বয়সী এক নারী সৈন্য আহত হয়েছে এবং তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। জেরুজালেমের শারি তিজাদেক হাসপাতাল ওই হামলাকারীর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে।এ বছর পশ্চিম তীরে একের পর এক সহিংস ঘটনা ঘটতে দেখা যায়। সেখানে প্রায় প্রতিদিনই ইসরাইলি সেনাবাহিনী অভিযান চালায় এবং এতে অনেক ফিলিস্তিন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত হয়।ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, রামাল্লার কাছে কফর ইনে দুই ভাই ইসরাইলি সৈন্যের গুলিতে নিহত হয়।মন্ত্রণালয়ের পৃথক বিবৃতিতে বলা হয়, বেইত উমারে ইসরাইলি সৈন্যের গুলিতে তৃতীয় এক ব্যক্তি নিহত হয়। তার মাথায় গুলি লেগেছিল। এ ছাড়া মঙ্গলবার দুপুরের পর রামাল্লার উত্তরে সংঘর্ষ চলাকালে ইসরাইলি সেনার গুলিতে চতুর্থ ফিলিস্তিনি নাগরিক প্রাণ হারায়। তার বুকে গুলি লাগে বলে জানা যায়।ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা জানায়, রামাল্লার কাছে ওয়াফা নামের ওই ব্যক্তি নিহত হয়।