নিজস্ব প্রতিবেদক :
সারা দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২০১৬ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত মোট ৩০ হাজার ২৭২টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেলের দেওয়া এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সারা দেশের ১০১টি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ২০১৬ সাল থেকে ২০২০ সালের ২১ অক্টোবর পর্যন্ত এসব মামলা করেন ভুক্তভোগীরা। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের দেওয়া প্রতিবেদনে বলা হয়, ধর্ষণ মামলার সংখ্যা: সারা দেশের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে প্রাপ্ত প্রতিবেদনে দেখা যায়, গত ২১ অক্টোবরের আগের ৫ বছরের দায়ের করা মোট মামলার সংখ্যা ৩০ হাজার ২৭২টি। এর আগে গত ৩ মার্চ পুলিশের দেওয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, ৫ বছরে ২০১৬ সাল থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত মোট ২৬ হাজার ৬৯৫টি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। গত বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য ১৫ জুলাই দিন রেখেছেন। আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট অনীক আর হক, অ্যাডভোকেট ইয়াদিয়া জামান ও অ্যাডভোকেট শাহিনুজ্জামান শাহিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারোয়ার পায়েল। আইন ও সালিশ কেন্দ্রের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে গত বছরের ২১ অক্টোবর ধর্ষণের ঘটনায় অর্থের বিনিময়ে বা অন্য কারণে সালিশে মীমাংসা করার উদ্যোগ প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বিবাদীদের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট। একইসঙ্গে ধর্ষণের ঘটনায় গত পাঁচ বছরে সারা দেশে থানা/আদালত/ ট্রাইব্যুনালে কতগুলো মামলা হয়েছে তার তথ্য জানাতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছিলো।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ