অনলাইন ডেস্ক :
আগামী বুধবার ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল। ময়মনসিংহ স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান মুখোমুখি হতে যাচ্ছে বসুন্ধরা কিংসের। ফাইনালের আগেই এক পশলা উত্তাপ ছড়িয়েছে সাদা-কালো শিবির। ফাইনালের নির্দিষ্ট ৫ রেফারি নিয়ে ঐতিহ্যবাহী ক্লাবটি আপত্তি জানিয়েছে। ৫ জনের নাম উল্লেখ করে বাফুফেকে ডিরেক্টর ইনচার্জ কাজী ফিরোজ রশিদ স্বাক্ষরিত চিঠিও দিয়েছে তারা। আগের দিন রাতে দেওয়া চিঠিতে বলা হয়েছে ঐ ৫ রেফারি পক্ষপাতদুষ্ট! তাদের কেউ যেন ফাইনালে ম্যাচ পরিচালনা করতে না পারেন।
এই প্রসঙ্গে মোহামেডান স্পোর্টিংয়ের ম্যানেজার ইমতিয়াজ আহমেদ নকীববলেছেন, ‘আমরা পর্যবেক্ষণ করে দেখেছি। নির্দিষ্ট ৫ রেফারি ঘুরেফিরে কিংসের ম্যাচ পরিচালনা করেছে। তারা নিরপেক্ষ বাঁশি বাজায়নি। তাই আমরা চাই ফাইনালে তারা যেন না থাকে। অন্য যারা আছে তাদের মধ্যে কেউ রেফারিং করুক। আমাদের কথা পরিস্কার, যে কোনো দল অনিয়ম করুক না কেন, রেফারিং সুষ্ঠ হতে হবে। তা সেই সিদ্ধান্ত আমাদের দলের বিপক্ষে গেলেও সমস্যার কিছু নেই। যেন ফাইনালটা জমজমাট হয়।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা