অনলাইন ডেস্ক :
সাইফ স্পোর্টিং ছেড়ে এবার শেখ রাসেলে যোগ দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। যদিও সাইফ স্পোর্টিংয়ে শেষ মৌসুমটা ভালো যায়নি। তার ওপর যোগ হয়েছে দেনা-পাওনার বিষয়। তাই বকেয়া পারিশ্রমিকের দাবিতে বাফুফের কাছে লিখিতভাবে চিঠি দিয়েছেন তিনি। গত ২ নভেম্বর বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বরাবর চিঠি দিয়েছেন জামাল। সেখানে উল্লেখ করেছেন ২০২১-২২ মৌসুমে তিন মাসের পারিশ্রমিক বাকি। ফেব্রুয়ারি, মার্চ ও জুলাই মাসে তার পাওনা ১৬ লাখ ৫০ হাজার টাকা! এই মিডফিল্ডার চিঠিতে বলেছেন, ‘বকেয়া পারিশ্রমিকের জন্য আমি গত ২ নভেম্বর সাইফের সভাপতি তরফদার সাইফ, তরফদার রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রনি এবং ম্যানেজার শাহেদুল আলম শাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলাম। কিন্তু তারা কোনো সাড়া দেননি। আমি এর বিচার চাই। আশা করবো, বাফুফে ফিফার আইন মেনে এই সমস্যার সুরাহা করবে।’ বুধবার এক ভিডিও বার্তায় জামাল বলেছেন, ‘চুক্তিতে থাকা এমন অনেক খেলোয়াড় আছেন যারা এক মিনিটও না খেলে সাইফের কাছ থেকে পূর্ণ পারিশ্রমিক পেয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পারিশ্রমিক পরিশোধ করা হচ্ছে না। গত তিন মাসে তারা অন্য খেলাতে টাকা বিনিয়োগ করেছে। কিন্তু আমার পাওনা পরিশোধে তাদের ইচ্ছার অভাব দেখা যাচ্ছে।’ এসব অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সাইফ স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শাহেদুল আলমবলেছেন, ‘জামালকে বারবার বেতন পরিশোধের তারিখ দিয়েও কেন ঊধ্বর্তন কর্তৃপক্ষ টাকাটা দিচ্ছে না, সেটা আমার কাছেও অবাক লেগেছে। তবে যতটুকু বুঝি জামালের বকেয়া টাকা অচিরেই দিয়ে দেওয়া হবে। সাইফ স্পোর্টিংয়ের অতীত ইতিহাসে এমন খারাপ কোনো রেকর্ড নেই। সে পুরো টাকাই পেয়ে যাবে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা