March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 13th, 2022, 7:40 pm

পাকিস্তানকেও কাঁদালো শ্রীলঙ্কা

অনলাইন ডেস্ক :

বাংলাদেশকে কাঁদিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছিল শ্রীলঙ্কা। শেষ বলে বাংলাদেশের জিততে লাগতো ৫ রান। কিন্তু নিগার সুলতানার দল নিতে পারে সিঙ্গেল। বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষেও একই দৃশ্য মঞ্চস্থ হয়েছে। শেষ বলে পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রানের। দুই রান নিতে গিয়ে রান আউটের শিকার হয়েছেন পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটার নিদা দার। তার আউটের সঙ্গে সঙ্গে দুইবারের ফাইনালিস্ট পাকিস্তানেরও বিদায় নিশ্চিত হয়েছে। অন্যদিকে দুর্দান্ত এক জয়ে পঞ্চমবারের মতো এশিয়া কাপের ফাইনালে লঙ্কান দল। শ্বাসরুদ্ধকর দুই ম্যাচেই লঙ্কানদের জয়ের নায়ক বাঁহাতি স্পিনার ইনোকা রানাবিরা। শেষ ওভারে পাকিস্তানের জয়ের জন্য লাগতো ৯ রান। সিঙ্গেল ও ডাবলস নিয়ে ৫ বলে পাকিস্তান ৬ রানও তুলে নেয়। কিন্তু শেষ বলে আর ৩ রান নিতে পারেনি। ক্রিজে অভিজ্ঞ ব্যাটার নিদা দার। বোলিং প্রান্তে লঙ্কান পেসার অচিনি কুলাসুরিয়া। তার দারুণ ডেলিভারিতে অভিজ্ঞ নিদা দার এক্সট্রা কভারের ওপর দিয়ে মারার চেষ্টা করতে গিয়ে লঙ্কান ফিল্ডারের হাতে ক্যাচ তুলে দেন। তা লুফে নিতে ব্যর্থ হলে সুযোগ ছিল দুই রানের। কিন্তু নিদা দার প্রথম রানটি কিছুটা ধীরগতিতে নেওয়ায় দ্বিতীয় রান নেওয়ার আগেই রান আউটের শিকার হয়েছেন। আউট হয়ে হতাশায় ক্রিজেই পড়ে ছিলেন ২৬ বলে ২৬ রান করা নিদা। অন্যপাশে ছিল লঙ্কানদের বিজয় উৎসব! আগামীকাল শনিবার ভারতের বিপক্ষে এশিয়া কাপের অষ্টম আসরের ফাইনাল খেলবে লঙ্কান মেয়েরা। শ্রীলঙ্কার দেওয়া ১২৩ রানের লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পেয়েছিল পাকিস্তান। পাওয়ার প্লেতে তুলে ফেলে ১ উইকেটে ৪৬। পরের ৬ ওভারেই মূলত পাকিস্তান ম্যাচ থেকে ছিটকে গেছে। ২৮ রান তুলতেই হারায় আরও ২ উইকেট। অধিনায়ক বিসমাহ মারুফ ক্রিজে থাকায় পাকিস্তানের জয়ের সম্ভাবনা তার পরেও ছিল। কিন্তু ১৮তম ওভারে বিসমাহ ৪১ বলে ৪২ রান করে আউট হতেই ম্যাচটি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বাকি ব্যাটাররা ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারেননি। লঙ্কান বোলারদের মধ্যে ইনোকা রানাবিরা ১৭ রানে দুই উইকেট নেন। তবে কোনো উইকেট না নিলেও পেসার অচিনি কুলাসুরিয়ার ভূমিকাও কম নয়। কোন উইকেট না নিয়ে ৪ ওভারে মাত্র ২২ রান খরচ করেছেন এই পেসার। এর আগে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ২৩ রানে চামারি আতাপাত্তুকে (১০) হারায় শ্রীলঙ্কা। আনুঙ্কা সঞ্জীওয়ানি আরও ১৬ রান যোগ করে সাজঘরে ফেরেন। ২১ বলে ২৬ রান করে আউট হন লঙ্কান এই ব্যাটার। তৃতীয় উইকেটে হর্ষিতা সামারাবিক্রমা ও নীলাক্ষী ডি সিলভার ৫০ রানের জুটিতে লড়াকু সংগ্রহের ভিত গড়ে ওঠে। শেষ দিকে হাসিনি পেরেরার ১০ বলে ১৩ রানের ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১২২ রান করে লঙ্কানরা। সামারাবিক্রমা ৪১ বলে ১ চারে ৩৫ রানের ইনিংস খেলেছেন। নীলাক্ষীর ব্যাট থেকে আসে ২৭ বলে ১৪ রান। পাকিস্তানের নাশরা সান্ধু ১৭ রানে তিনটি উইকেট নিয়েছেন। এ ছাড়া আইমান, নিদা, সাদিয়া নিয়েছেন একটি করে উইকেট।