এপি, পেশোয়ার :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে শনিবার বেশ কয়েকটি বাড়ি ধসে পড়ে এবং কমপক্ষে ২৫ জন নিহত ও ১৪৫ জন আহত হয়।
জ্যেষ্ঠ উদ্ধার কর্মকর্তা খাতের আহমেদ বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু, লাক্কি মারওয়াত এবং কারাক জেলায় বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে; গাছ উপড়ে গেছে এবং বৈদ্যুতিক সঞ্চালন টাওয়ার ভেঙে পড়েছে।
তিনি আরও বলেন, কর্মকর্তারা আহতদের জরুরি ত্রাণ দেওয়ার জন্য কাজ করছেন।
গত বছর বর্ষায় বৃষ্টি ও বন্যায় পাকিস্তানে ১ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ মারা যায়, প্রায় ৩৩ মিলিয়ন মানুষ দুর্যোগের কারণে প্রভাবিত হয় এবং প্রায় ৮ মিলিয়ন মানুষ বাস্তুচ্যুত হয়।
প্রাকৃতিক দুর্যোগের প্রভাব কমাতে সরকার শুক্রবার উপস্থাপিত জাতীয় বাজেটের খসড়ায় জলবায়ু স্থিতিস্থাপকতার জন্য ১ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শনিবার দুর্যোগে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে ত্রাণ তৎপরতার গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি