রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ক্রিকেট ইতিহাসে ঐতিহাসিক মুহূর্ত সৃষ্টি করলো বাংলাদেশ।
এটি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্ট জয় এবং সব মিলিয়ে ২০তম জয়।
এর আগে ২০০৩ সালে বাংলাদেশ জয় থেকে মাত্র এক উইকেটের দূরত্বে ছিল। শেষ পর্যন্ত ইনজামাম-উল-হকের দুর্দান্ত ইনিংসে জয় থেকে বঞ্চিত হতে হয়। ২১ বছর পর অবশেষে পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতল বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট খেলে ১২টি হেরেছে, অন্যটি ড্রয়ে শেষ হয়েছে।
ম্যাচের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৪৪৮ রান করে ইনিংস ডিক্লেয়ার দেয় পাকিস্তান। পাকিস্তানের হয়ে একটি করে সেঞ্চুরি করেন সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান। বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ ২টি করে উইকেট নেন।
জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ৫৬৫ রান করে, যা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ টেস্ট স্কোর। ১৯১ রানের দারুণ পারফরম্যান্স উপহার দেন মুশফিকুর রহিম। স্বাগতিকদের হয়ে তিনটি উইকেট নেন নাসিম শাহ।
দ্বিতীয় ইনিংসে নেমে মাত্র ২৯ রানের লিড নিয়ে অলআউট হয় পাকিস্তান। মেহেদী হাসান মিরাজ মাত্র ২১ রান দিয়ে ৪ উইকেট ও সাকিব আল হাসান ৩টি উইকেট নেন। সঙ্গে আরও একটি তালিকার শীর্ষে নিজের নাম লেখালেন সাকিব।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০৭ উইকেট নিয়ে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী বাঁহাতি স্পিনার হয়েছেন সাকিব। পেছনে ফেলেছেন ৭০৫ উইকেট শিকারী নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরিকে।
পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবারের মতো টেস্ট জয় পেতে বাংলাদেশকে মাত্র ৩০ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংস খেলতে হয়।
এই লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৩ ওভারে জাকির হাসানের জয়সূচক শটে ইতিহাস গড়লো বাংলাদেশ।
—–ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান