March 29, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 20th, 2022, 7:20 pm

পাকিস্তানে ‘গার্ড অব অনার’ পেলেন রশিদ খান

অনলাইন ডেস্ক :

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়েছেন আফগান তারকা রশিদ খান। শনিবার রাতে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এবারের আসরের শেষ ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। সেই ম্যাচে ৬৬ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে রশিদ খানদের দল লাহোর কালান্দার্স। ম্যাচ শেষে আফগান লেগ স্পিনারকে ‘গার্ড অব অনার’ প্রদান করেছেন তার সতীর্থরা। পিএসলের শেষ ম্যাচেও দুর্দান্ত ছিলেন রশিদ। ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ২টি উইকেট শিকার করেছেন। রশিদ এবারের পিএসএল আসরে ৯ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন। দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এবং পাকিস্তানে খেলতে যাওয়ার কারণেই রশিদকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন সতীর্থরা। এদিকে, আফগানিস্তান ক্রিকেট দল শনিবার সিলেট থেকে চট্টগ্রামে পৌঁছেছে। সিলেটে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প করেছে তারা। এসিবি জানিয়েছে, রশিদ খান, মোহাম্মদ নবী ও রাহমানুল্লাহ গুরবাজ ২১শে ফেব্রয়ারি চট্টগ্রামে পৌঁছবেন। এখানেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। টাইগারদের বিপক্ষে তাদের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি।