May 19, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 6th, 2023, 7:43 pm

পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৫, আহত ৫০

এপি, মুলতান :

পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশাহ শহরের কাছে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৫ যাত্রী নিহত এবং ৫০ জন আহত হয়েছে। রবিবার (৬ আগস্ট) স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনা এলাকায় দায়িত্বে থাকা রেলের সিনিয়র অফিসার মাহমুদুর রহমান লাখো বলেন, করাচি থেকে রাওয়ালপিন্ডি যাওয়ার পথে নবাবশাহ থেকে সরহারি রেলস্টেশনের কাছে ‘হাজারা এক্সপ্রেস’ এর ১০টি বগি লাইনচ্যুত হয়।

লাখো বলেন, উদ্ধারকারীরা আহত যাত্রীদের নবাবশাহের কাছের পিপলস হাসপাতালে নিয়ে যান।

রেলের আরেক ঊর্ধ্বতন কর্মকর্তা মহসিন সায়াল জানান, ঘটনাস্থলে মেরামতকারী ট্রেন পাঠানোর কারণে মূল রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সায়াল বলেন, ট্রেনের যাত্রীদের জন্য বিকল্প যাতায়াত এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে।

পাকিস্তানে রেলপথে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। ঔপনিবেশিক যুগের এই যোগাযোগ ব্যবস্থা বহুদিন আধুনিকায়ন করা হয়নি এবং এর নিরাপত্তার মানও দুর্বল।