November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, September 7th, 2023, 8:50 pm

পাকিস্তানে তালেবানের গুলিতে ৪ সেনা নিহত

অনলাইন ডেস্ক :

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সীমান্তবর্তী এলাকায় তালেবানের হামলায় পাকিস্তানের ৪ সেনা নিহত হয়েছেন। গত বুধবার চিত্রাল জেলায় এ হামলার ঘটনা ঘটে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সন্ত্রাসীদের একটি বড় দল চিত্রাল জেলার কালাশ এলাকায় পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছাকাছি অবস্থিত দুটি পাকিস্তানি সামরিক চৌকিতে হামলা চালায়। গোলাগুলির সময় চার সেনা নিহত হন। এদিকে ইন্টারনেটে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আটক কয়েকজন পাকিস্তানি সেনা তালেবান যোদ্ধাদের সামনে হাঁটু গেড়ে বসে আছে।

ভিডিও পোস্টে লেখা হয়, চিত্রালে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) হাতে আটক পাকিস্তান সেনাবাহিনীর সদস্যরা। তবে এ ভিডিওর সত্যতা যাচাই করতে পারেনি এনডিটিভি। তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান তালেবানের আনুগত্য একটি দল। পাকিস্তানের মাটিতে লাগাতার নাশকতা চালিয়ে যাচ্ছে টিটিপি। ইসলামাবাদের বারবার অনুরোধ সত্ত্বেও সংগঠনটি নিয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না তালেবান। আফগান তালেবানের ভাষ্য, টিটিপি পাকিস্তানের বিষয়। এনিয়ে কাবুলের কিছু করার নেই।