অনলাইন ডেস্ক :
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন পাকিস্তানে। আগামী ২১ আগস্ট শুরু হবে প্রথম টেস্ট, দ্বিতীয় ও শেষ টেস্ট ৩০ আগস্ট। সোমবার সাড়ে তিনটার ফ্লাইটে তারা দেশ ছেড়েছিল। একদিন বিশ্রাম নিয়ে বুধবার (১৪ আগষ্ট) থেকে অনুশীলন শুরু করেছে নাজমুল হোসেন শান্ত দল। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলের সঙ্গে প্রথম দিনেই অনুশীলনে দেখা গেছে সাকিব আল হাসানকে। রাজনৈতিক পট পরিবর্তনে সাকিবের দলে জায়গা পাওয়া নিয়ে নানামুখী আলোচনা চলমান ছিল।
বৈষম্যবিরোধী আন্দোলনে তার নীরব ভূমিকায় ছাত্রদের অনেকেই মন্তব্য করেছেন, সাকিবকে দল থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হোক। ফলে প্রচন্ড চাপের মধ্যে ছিল নির্বাচক প্যানেল। তারপরও শেষ পর্যন্ত মেধার মূল্যায়ন করেছেন তারা। সাকিব এতদিন দেশের বাইরে ছিলেন। যুক্তরাষ্ট্র ও কানাডায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছেন তিনি। পুরো দল দেশ থেকে পাকিস্তানে গেলেও সাকিব দুবাই হয়ে পাকিস্তানে পৌঁছেছেন। আগের দিন পাকিস্তানে পৌঁছে গতকাল বুধবার অনুশীলনও শুরু করেছেন তিনি। সফরকারী দল এদিন গাদ্দাফি স্টেডিয়ামে স্কিল অনুশীলন করেছে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে দলের সবাই সুস্থ আছেন।
আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। এরপর করাচিতে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৩০ আগস্ট। এই টেস্ট দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ।
আরও পড়ুন
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু
নেপালে ভয়াবহ বন্যা, ভূমিধসে মৃত্যু বেড়ে ১৯২