অনলাইন ডেস্ক :
আর কয়েক মাস পর মাঠে গড়াবে এশিয়া কাপ। কিন্তু এখনও এর আয়োজন নিয়ে জটিলতা দূর হয়নি। রাজনৈতিক বৈরিতার কারণে পাকিস্তানে খেলতে যেতে আপত্তি ভারত দলের। আবার পাকিস্তানও টুর্নামেন্টটি আয়োজনের সিদ্ধান্তে অটল। শেষ পর্যন্ত যদি ভেন্যু বদলেই যায়, তাহলে আসরটি শ্রীলঙ্কায় দেখতে চান শোয়েব আখতার। আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে হওয়ার কথা টুর্নামেন্টটির ষোড়শ আসর। এরপর ওয়ানডে বিশ্বকাপ থাকায় এবারের আসরটি হবে ওয়ানডে সংস্করণের। কিন্তু রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে প্রতিবেশী দেশ পাকিস্তানে যেতে চায় না ভারত। তাই আসরটি নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আলোচনা চলছে। যদিও এতে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড। পাকিস্তানে টুর্নামেন্টটি হোক, খুব করেই চান শোয়েব। তবে শেষ পর্যন্ত পরিবর্তন আসলে, শ্রীলঙ্কাকে যোগ্য আয়োজক হিসেবে দেখছেন তিনি। “আমি চাই এশিয়া কাপ পাকিস্তানে হোক। যদি কোনো কারণে পাকিস্তান থেকে সরিয়ে নেওয়া হয়, তাহলে শ্রীলঙ্কার টুর্নামেন্টটি আয়োজন করা উচিত।” এশিয়া কাপের কোনো সংস্করণের ফাইনালে এখন পর্যন্ত দেখা হয়নি ভারত-পাকিস্তানের। ওয়ানডে বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচেও কখনও মুখোমুখি হয়নি তারা। টুর্নামেন্টটি যেখানেই হোক, ভারত-পাকিস্তানের ফাইনাল দেখতে মুখিয়ে আছেন শোয়েব। সঙ্গে অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও এই দুই দলকে দেখতে চান তিনি। “এশিয়া কাপ ও বিশ্বকাপে ভারত-পাকিস্তান ফাইনাল দেখতে চাই আমি।” এ পর্যন্ত আইসিসির দুটি টুর্নামেন্টের ফাইনালে দেখা হয়েছে ভারত-পাকিস্তানের। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী আসরে পাকিস্তানকে হারিয়ে শিরোপা ঘরে তোলে ভারত। ১০ বছর পর চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে ১৮০ রানে হারায় পাকিস্তান।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা