May 21, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 31st, 2024, 8:17 pm

পাকিস্তানে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

অনলাইন ডেস্ক :

পাকিস্তানে জনগণের খরচের বোঝা ও দুর্ভোগ দুটোই বাড়িয়ে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম। পাক্ষিক মূল্য পর্যালোচনার আগামী ঘোষণাতেই পেট্রল-ডিজেলের নতুন দাম ঘোষণা হতে পারে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ। শিল্প সংশ্লিষ্টদের সূত্রে খবরে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানে পেট্রলের দাম লিটারপ্রতি ১০ রুপি করে বাড়ানো হতে পারে। অর্থাৎ, পাক্ষিক পর্যালোচনার পর দেশটিতে প্রতি লিটার পেট্রলের দাম ২৭৯ দশমিক ৭৫ রুপি থেকে বেড়ে ২৮৯ দশমিক ৬৯ রুপি হতে পারে।

তবে হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম প্রতি লিটারে ১ দশমিক ৩০ রুপি কমে ২৮৪ দশমিক ২৬ রুপি হতে পারে। পাকিস্তানে এইচএসডির বর্তমান দাম লিটারপ্রতি ২৮৫ দশমিক ৮৬ রুপি। সামান্য কমতে পারে কেরোসিনের দামও। লিটারপ্রতি ০.১৭ রুপি কমে সেখানে কেরোসিনের দাম হতে পারে ১৮৮ দশমিক ৪৯ রুপি প্রতি লিটার। এছাড়া, লাইট ডিজেলের (এলডিও) দাম লিটারপ্রতি ০.৪৫ রুপি বেড়ে ১৬৮ দশমিক ৬৩ রুপি হতে পারে। এ বিষয়ে পাকিস্তানের একজন কর্মকর্তা বলেন, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে স্থানীয় বাজারে পেট্রলের দাম বাড়ানো হবে।

গত দুই সপ্তাহে পেট্রলের আন্তর্জাতিক মূল্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ ডলারে পৌঁছেছে, যা মার্চের প্রথম পাক্ষিকেও ৯০ ডলার ছিল। তিনি জানান, বিশ্ববাজারে পেট্রলের দাম বৃদ্ধির কারণে পাকিস্তানেও পেট্রলের দামে ব্যাপক পরিবর্তন আসবে। তবে, বিশ্ববাজারে হাই-স্পিড ডিজেলের দাম কমে যাওয়ার কারণে পাকিস্তানেও এর দাম কমানো হবে।

মার্চের প্রথম ১৫ দিনে আন্তর্জাতিক বাজারে এর দাম ছিল ব্যারেলপ্রতি ৯৯ ডলার। কিন্তু গত সপ্তাহে তা ৯৮ ডলারে নেমে এসেছে। বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম এবং স্থানীয় মুদ্রার বিনিময় হারের ওপর ভিত্তি করে প্রতি ১৫ দিন পরপর জ্বালানির দাম পর্যালোচনা করে পাকিস্তান। গত শুক্রবার মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির দাম সামান্য বেড়ে ২৭৭ দশমিক ৯৪-এ লেনদেন হয়েছে। রোববার (৩১ মার্চ) জ্বালানি তেলের নতুন মূল্যতালিকা ঘোষণা করবে পাকিস্তান। এটি কার্যকর হবে ১ এপ্রিল থেকে।