অনলাইন ডেস্ক :
পাকিস্তানের পেশাওয়ারের ওয়ারসাক রোডে সোমবার (১১ সেপ্টেম্বর) দেশটির নিরাপত্তা বাহিনীর গাড়িকে লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে দেশটির ফ্রন্টিয়ার কর্প্সের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১১ জন। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। তবে কারা এ হামলা চালিয়েছে তা এখন পর্যন্ত জানা যায়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ নিয়ে ওয়ারসাক বিভাগের সুপারিনটেনডেন্ট গভীর শোক প্রকাশ করেছেন।
বিস্ফোরণের ধরণ বিশ্লেষণ করছেন দেশটির কর্মকর্তারা। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রাথমিকভাবে আহতদের প্রাইম হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের একজন মুখপাত্র বলেছেন, বিস্ফোরণের ঘটনায় আহত চারজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ অনেক বেড়েছে।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু