পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি যাত্রীবাহী বাস পিলারের সঙ্গে ধাক্কা খেয়ে সেতু থেকে পড়ে গিয়ে আগুন লেগে ৪০ জন নিহত হয়েছেন।
রবিবার সকালে বেলুচিস্তান প্রদেশের লাসবেলা জেলার বেলা শহরে এ দুর্ঘটনা ঘটে।
বেলার সহকারী কমিশনার হামজা আনজুম নাদিম জানান, বাসটি বেলুচিস্তান প্রদেশের কোয়েটা থেকে ৪৪ জন যাত্রী নিয়ে পার্শ্ববর্তী সিন্ধু প্রদেশের করাচি যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে নারী ও শিশুসহ ৪০ জনের লাশ এবং আহত অবস্থায় চার যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ‘অতিরিক্ত গতির কারণে বাসটি সেতুর একটি পিলারের সঙ্গে ধাক্কা খায়। এরপর সেতু থেকে পড়ে যাওয়ার পরপরই আগুন ধরে যায়।
দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, পুড়ে যাওয়া বাসটি সেতুর কাছে পড়ে আছে। উদ্ধার হওয়া কিছু লাশ কাছাকাছি সারিবদ্ধভাবে রাখা আছে।
সহকারী কমিশনার জানান, কিছু লাশ এত বেশি পুড়েছে যে, তা চেনার উপায় নেই।
তিনি আরও বলেন, লাশগুলোকে ডিএনএ নমুনার জন্য করাচিতে নিয়ে যাওয়া হচ্ছে। লাশ শনাক্তের পর নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
লাসবেলা ওয়েলফেয়ার ট্রাস্ট ও ইধি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কর্মীরা উদ্ধার অভিযান চালায় বলেও জানান তিনি।
এ হতাহতের ঘটনায় বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী মীর আবদুল কুদ্দুস বিজেঞ্জো দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের সর্বোত্তম চিকিৎসা সুবিধা প্রদানের জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানে ট্রাফিক দুর্ঘটনা সাধারণত ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ঘটে, যার ফলে প্রতি বছর হাজার হাজার মানুষ মারা যায়।
—-ইউএনবি
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
গাজায় গত একদিনে নিহত ৫২