এপি, ইসলামাবাদ:
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সরকারবিরোধী সমাবেশে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির পূর্ব পাঞ্জাব প্রদেশের ওয়াজিরাবাদ জেলায় এ হামলার ঘটনা ঘটে।
দলের একজন সিনিয়র নেতা ও পুলিশ জানিয়েছে, ইমরান খানকে বহনকারী একটি কনটেইনার ট্রাকে একজন বন্দুকধারী গুলি চালায়, এতে তিনি সামান্য আহত হন এবং এসময় তার কযেকজন সমর্থকও আহত হন।’
দলের কর্মকর্তা আসাদ উমর বলেছেন, খানের পায়ে আঘাত লেগেছে, তবে তিনি গুরুতর কোনও আঘাত পাননি।
সরকারকে আগাম নির্বাচন আয়োজনে বাধ্য করার লক্ষ্যে দেশজুড়ে লংমার্চ পালনের অংশ হিসেবে বুধবার ওয়াজিরাবাদে সমাবেশ করছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সমাবেশ শেষে খান রাজধানী ইসলামাবাদের দিকে ট্রাক ও গাড়ির একটি বড় বহর নিয়ে যাত্রা করেন। সেখানেই অজ্ঞাত বন্দুকধারীর হামলার মুখে পড়েন তিনি।
খানকে পরে পায়ে ব্যান্ডেজ দিয়ে দেখা যায়।
আহত হওয়ার পরে তাকে তার কন্টেইনার ট্রাক থেকে অন্য গাড়িতে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর সেখান থেকে তার সামান্য আহত হওয়ার খবর ঘোষণা করা হয়।
ঘোষণা অনুযায়ী, তার দল তেহরিক-ই-ইনসাফের কিছু সমর্থকও আহত হয়েছেন।
গত এপ্রিলে দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান অভিযোগ করেছেন যে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার জন্য ষড়যন্ত্র করেছে।
যদিও তার এই দাবি নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ওয়াশিংটন উভয়ই অস্বীকার করেছে।
আরও পড়ুন
বাংলাদেশে চিংড়ির রফতানি পরিমাণ কমছে ধারাবাহিকভাবে
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
গাজায় গত একদিনে নিহত ৫২