November 30, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, October 3rd, 2022, 7:54 pm

পাকিস্তান বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়বে: শোয়েব

অনলাইন ডেস্ক :

পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার সাত ম্যাচ টি-২০ সিরিজের শেষ ম্যাচে ৬৭ রানে হেরে দেশের মাটিতে সিরিজ খুইয়েছে পাকিস্তান। ম্যাচ হারের পর তাই পাকিস্তান দলকে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আক্তার। শোয়েব আক্তার তার নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তান দলের ব্যাটিং লাইনআপের সমালোচনা করে বলেন, ‘আমার ভয় হচ্ছে পাকিস্তান দল বিশ্বকাপের প্রথম রাউন্ডেই হয়তো বাদ পড়বে। দলের মিডল অর্ডারের অবস্থা ভালো নয়। ওপেনাররা পারফর্ম করতে না পারলে মিডল অর্ডার চাপে পড়ছে। এভাবে তো বিশ্বকাপে খেলা যায় না যদি আপনি তা জিততে চান। এটা খুব দুঃখজনক।’ এসময় দল নির্বাচন নিয়ে সমালোচনা করে তিনি আরও বলেন, ‘সমস্যা ছিল মিডল অর্ডার নিয়ে কিন্তু নির্বাচকরা সেই জায়গায় নজর দেয়নি। সেখানে কোনো পরিবর্তন আনেনি।’