November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, February 22nd, 2022, 7:48 pm

পাকিস্তান সফরে নেই অস্ট্রেলিয়ার স্পিন কোচ

অনলাইন ডেস্ক :

দীর্ঘ ২৪ বছর পর অস্ট্রেলিয়া পাকিস্তান সফরে রাজি হলেও দলের সাথে যাচ্ছেন না তাদের স্পিন বোলিং কোচ শ্রীধরন শ্রীরাম। ১৯৯৮ সালের পর প্রথমবারের মতো পাকিস্তান সফরে যেতে ভারতের শ্রীধরন রাজি না হওয়ায় তার জায়গায় নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টরিকে পছন্দ ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। ২০১৬ থেকে অজিদের স্পিন বিভাগের দায়িত্বে থাকা শ্রীধরন সফরে না যাওয়ায় স্পিন বিভাগের দেখভালের দায়িত্ব ভেট্টরির হাতে দিতে চায় অজিরা। এমন অবস্থায় পাকিস্তান সফরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) কর্তারা ভেট্টরির সাথে আলোচনা করছেন। বিষয়টি ক্রিকবাজকে নিশ্চিত করেছেন বোর্ডের এক মুখপাত্র। ওই মুখপাত্র জানান, অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিতে ভেট্টরির সাথে আলোচনা করছেন। আর কয়েক দিন পরই পাকিস্তানে ঐতিহাসিক সফরের জন্য দেশ ছাড়বে অস্ট্রেলিয়া। হাতে কম সময় থাকায় চুক্তি না-ও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০১৩ সালে শেষবারের মতো সাপোর্ট স্টাফ ছাড়া কোনো সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ভারতে ওই সফরে অজিরা ৪-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল। এর আগেও ভেট্টরিকে দায়িত্ব দিতে চেয়েছিল সিএ। ইংল্যান্ডে দ্য হান্ড্রেড, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে কাজ করার অভিজ্ঞতা রয়েছে ভেট্টরির। এ ছাড়া ২০১৯-২১ সাল পর্যন্ত বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবেও কাজ করেছেন। স্থানীয়ভাবে আরো কয়েকজনের সাথে আলোচনা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যারা স্পিনারদের সাথে বিশেষভাবে প্রস্তুতিমূলক বা প্রাক-মৌসুম ক্যাম্পে এবং হোম সিরিজের সময় নির্দিষ্ট ভূমিকা পালন করে থাকেন। কিন্তু শেষ পর্যন্ত তাদের বিবেচনা করা হয়নি। আসন্ন পাকিস্তান সফরে তিনটি করে টেস্ট-ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৩ মার্চ থেকে শুরু হবে টেস্ট, ২৯ মার্চ থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল।