অনলাইন ডেস্ক :
প্রতিবারের মতো এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশের জন্য ছিল দুঃস্বপ্নের মতো। বাছাইপর্বে স্কটল্যান্ডের কাছে হারের পর সুপার টুয়েলভের সব ম্যাচ হারতে হয়েছে। তার চেয়েও বড় কথা, হারগুলো ছিল চরম লজ্জার। অসহায়ের মতো আত্মসমর্পণ করেছিল মিরপুরে টানা দুই সিরিজ জিতে বিশ্বকাপে যাওয়া বাংলাদেশ। সেই লজ্জা ভুলে এবার পাকিস্তান সিরিজে নজর দিতে চান তাসকিন। সেইসঙ্গে মিরপুরে স্পোর্টিং পিচের দাবিও শোনা গেল তার কণ্ঠে। বিসিবির পাঠানো ভিডিওবার্তায় তাসকিন টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের ব্যর্থতার কথা স্বীকার করেন। যদিও তাসকিন নিজে বল হাতে ছিলেন উজ্জ্বল। এই তরুণ পেসার বলেন, ‘সত্যি কথা বলতে, এবার আমাদের বিশ্বকাপটা দলগতভাবে ভালো হয়নি। কিন্তু এটা তো অতীত। এখন আমরা বর্তমানে পাকিস্তান সিরিজে খেলব। এই সিরিজটায় আমরা নতুন করে শুরু করতে চাই। অবশ্যই কঠিন হবে। তবু আমরা চাই যে, এই সিরিজে আমাদের সেরাটা দিয়ে যাতে ভালো কিছু করতে পারি।’ মিরপুরের ভয়াবহ স্লো পিচে খেলে বিশ্বকাপে কোনো লাভই হয়নি টাইগারদের। পাকিস্তান সিরিজে তাই স্পোর্টিং উইকেট চান তাসকিন, ‘পেস বোলাররা সবসময়ই চায় যে বোলিং সহায়ক উইকেটে খেলতে। কিন্তু সাদা বলে বোলিং সহায়ক উইকেটে খেলা কমই হয়। বেশিরভাগ সময় স্পোর্টিং উইকেটে খেলা হয়। মিরপুরে আশা করছি স্পোর্টিং উইকেট হবে। তাহলে ব্যাটসম্যান-বোলাররা সবাই সুবিধা পাবে। কন্ডিশন যেটাই থাক, বোলার হিসেবে ওই কন্ডিশনে মানিয়ে নেওয়াটাই হচ্ছে চ্যালেঞ্জ। আমি চেষ্টা করছি এবং শিখছি যে কীভাবে দ্রুত মানিয়ে নেওয়া যায়। এটাই চ্যালেঞ্জ, আমি যেন সব কন্ডিশনে নিজের সেরাটা দিয়ে ভালো করতে পারি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা