অনলাইন ডেস্ক :
পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্ট সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। ইংল্যান্ড এ- ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে ডান পায়ের ইনজুরিতে ভুগছেন লিভিংস্টোন। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চলমান সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন ফিল্ডিংয়ের সময় হাঁটুর ইনজুরিতে পড়েন লিভিংস্টোন। এ ম্যাচ দিয়েই টেস্ট অভিষেক হয়েছিলো তার। পরে স্ক্যান রিপোর্টে দেখা যায়, লিভিংস্টোনের হাঁটুতে চোট ধরা পড়ে। আজ দেশে ফিরে যাবেন লিভিংস্টোন। ইসিবি এবং ল্যাঙ্কাশায়ার মেডিকেল দলের তত্ত্বাবধানে পুনর্বাসন প্রক্রিয়া চালাবেন তিনি। সিরিজের জন্য লিভিংস্টোনের বদলি খেলোয়াড়ের নাম শীঘ্রই ঘোষণা করবে ইসিবি। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৯ ও অপরাজিত ৭ রান করেন লিভিংস্টোন।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা