November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 28th, 2022, 7:30 pm

পাঞ্জাবের নতুন অধিনায়ক মায়াঙ্ক আগারওয়াল

অনলাইন ডেস্ক :

আইপিএল ২০২২ মৌসুমে পাঞ্জাব কিংসের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মায়াঙ্ক আগারওয়াল। ৩১ বছর বয়সী এই টপ-অর্ডার ব্যাটার ২০১৮ সাল থেকে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সাথে আছেন। লোকেশ রাহুল লখনউ সুপার জায়ান্টে চলে যাওয়ায় মায়াঙ্কের কাঁধে ওঠে পাঞ্জাবের অধিনায়কত্ব। মায়াঙ্ক এর আগে পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এমনকি গত মৌসুমে রাহুলের অনুপস্থিতিতে দলকে সংক্ষিপ্তভাবে নেতৃত্ব দিয়েছেন। পাঞ্জাব কিংসের প্রধান কোচ অনিল কুম্বলে মায়াঙ্কের নিয়োগের কথা বলতে গিয়ে জানালেন, ‘মায়াঙ্ক ২০১৮ সাল থেকে দলের একটি অবিচ্ছেদ্য অংশ। সদ্য সমাপ্ত নিলামে আমরা যে নতুন স্কোয়াড নির্বাচন করেছি তাতে অনেক তরুণ প্রতিভা এবং অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। আমরা মায়াঙ্কের নেতৃত্বে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে চাই। তিনি কঠোর পরিশ্রমী, উদ্যমী, একজন নেতার প্রয়োজনীয় সমস্ত গুণাবলী আছে তাঁর মধ্যে। আমি তার সাথে কাজ করার জন্য উন্মুখ এবং বিশ্বাস করি যে তিনি দারুণভাবে নেতৃত্ব দেবেন।’ মায়াঙ্ক আগারওয়াল ২০১১ সালে অভিষেকের পর থেকে ১০০টি আইপিএল ম্যাচ খেলেছেন। এবার আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো একটি ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে নিযুক্ত হয়েছেন। ‘আমি ২০১৮ সাল থেকে পাঞ্জাব কিংসে রয়েছি এবং আমি এই দুর্দান্ত ইউনিটের প্রতিনিধিত্ব করতে পেরে অনেক গর্বিত। আমি দলকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত। আমি এই দায়িত্বটি গ্রহণ করি অত্যন্ত আন্তরিকতার সাথে, কিন্তু একই সাথে, আমি বিশ্বাস করি যে এই মৌসুমে পাঞ্জাব কিংস স্কোয়াডে আমাদের যে প্রতিভা আছে তা দিয়ে আমার কাজ আরও সহজ হয়ে যাবে।’ ‘আমাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে, অনেক প্রতিভাবান তরুণ যারা সুযোগটি নিতে আগ্রহী। আমরা সবসময় শিরোপা জয়ের আশায় মাঠে নেমেছি এবং একটি দল হিসাবে আমরা আবারও কাজ করব। আমাদের প্রথম আইপিএল ট্রফি তোলার এই লক্ষ্য। দলের নেতৃত্ব দেওয়ার এই নতুন ভূমিকা আমাকে অর্পণ করার জন্য আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাই। আমি নতুন মৌসুম এবং নতুন চ্যালেঞ্জ নিয়ে আসার জন্য অপেক্ষা করছি।’