অনলাইন ডেস্ক :
পানির নিচে ২৪৬ সেকেন্ড ধরে টানা চুমু খেয়ে বিশ্বরেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার দম্পতি বেথ নিল কানাডার মাইলস ক্লোটিয়ার। তারা দুজনেই ডুবুরি। সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইট থেকে জানা গেছে এ তথ্য। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মালদ্বীপে ভালোবাসা দিবসের দিনে এ রেকর্ড গড়েন তারা। তবে আরও কিছুদিন আগে থেকেই তারা এটি পরিকল্পনা করছিলেন। দক্ষিণ আফ্রিকার এই দম্পতি জানান, তিন বছর আগে তারা এই বিষয়টি প্রথম ভেবেছিলেন। এরপর কয়েক সপ্তাহ ধরে প্রশিক্ষণ করেছিলেন তারা। বেথ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে জানিয়েছেন, রেকর্ডের তিন দিন আগে শ্বাস দীর্ঘক্ষণ ধরে রাখতে পারছিলেন না তিনি। অনেক দিন ধরেই প্রশিক্ষণ নিচ্ছিলেন। এমন রেকর্ড করতে পারবেন, সেটা কখনোই ভাবেননি। পেশাদার ডুবুরি হওয়ার পরও এমন স্টান্ট কঠিন ছিল বেথ ও মাইলসের কাছে। তবে বিশ্ব ভালোবাসা দিবসে এই রেকর্ড করতে পেরে তারা দুজনই অনেক আনন্দিত।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু