অনলাইন ডেস্ক :
আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সাকিব আল হাসান টেস্ট খেলবেন কি না, তা এখনো অনিশ্চিত। এ ব্যাপারে বোর্ডকে তিনি এখনো কোনো সিদ্ধান্ত জানাননি। তবে নির্বাচকরা আশা করছেন, দেশসেরা ক্রিকেটারকে দক্ষিণ আফ্রিকায় পুরোটা সময় পাওয়া যাবে। এই মুহূর্তে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। সেখান থেকে দল ঢাকায় ফিরলে সাকিবের সঙ্গে বৈঠকে বসবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ওই বৈঠকের পরই জানা যাবে প্রোটিয়াদের বিপক্ষে এই অলরাউন্ডার টেস্ট খেলবেন কি না। এ বিষয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘সাকিব আগে (আইপিএল নিলামের আগে) চিঠি দিয়েছিল। এরপর তার সঙ্গে আলাপ-আলোচনার পর ঠিক হয়েছে সে শ্রীলঙ্কা সিরিজ খেলবে। অনেকে ভাবছে ইদানীং চিঠি দিয়েছে, ব্যাপারটা তা না।’ মূলত আইপিএলে খেলার জন্যই টেস্ট থেকে ছুটির আবেদন করেছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার। কিন্তু এবার তিনি কোনো দল পাননি। জালাল ইউনুস বলেন, ‘আগেই ঠিক করা ছিল সে শ্রীলঙ্কা সিরিজ খেলবে। আর দক্ষিণ আফ্রিকায় টেস্ট খেলবে না। কারণ, ওই সময় আইপিএল আছে। এখনো চূড়ান্ত কথাবার্তা হয়নি, যেহেতু একটা সিরিজ চলছে। আশা করি ঢাকার আসার পর সভাপতির সঙ্গে আলোচনা হবে। আমরাও ওর সঙ্গে বসে সিদ্ধান্ত নেবো।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা