March 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 12th, 2023, 8:20 pm

পাপুয়া নিউ গিনির সাথে দ্রুত নিরাপত্তা চুক্তি চায় অষ্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক :

অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ পাপুয়া নিউ গিনির সাথে দ্রুত নিরাপত্তা চুক্তি করার আহ্বান জানিয়েছেন। অষ্ট্রেলিয়ান সরকারের প্রশান্ত মহাসাগরে চীনের ক্রমবর্ধমান প্রভাব পরিহার করতে চায়, এ কারণে আলবানিজ বৃহস্পতিবার (১২ জানুয়ারী) এ আহ্বান জানিয়েছেন। বিদেশী সরকার প্রধান হিসেবে আলবানিজপ্রথমবারের মতো পাপুয়া নিউ গিনির পার্লামেন্টে ভাষণ দেন। এ সময়ে তিনি সম্পদ সমৃদ্ধ প্রশান্ত মহাসাগরীয় দেশটির আইন শৃঙ্খলাকে ব্যাহত না করে একটি নিরাপত্তা চুক্তির বিষয়ে আলোচনার জন্যে দ্রুত উপসংহার টানার আহ্বান জানান। দু’দিনের সফরে থাকা আলবানিজ বলেন, এ চুক্তি হবে গভীর বিশ্বাস ভিত্তিক এবং চুক্তিটি আঞ্চলিক নিরাপত্তা মোকাবেলায় পারিবাহিক আবহের ভিত্তিতে তৈরি হবে। কোভিড-১৯ এর কারণে আলবানিজের সফর কিছুটা দেরিতে শুরু হয়েছে। মূলত ডিসেম্বরে তার সফরটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। উল্লেখ্য, চীনের ক্রমবর্ধমান কূটনৈতিক, অর্থনৈতিক ও সামরিক প্রভাবে গভীরভাবে উদ্বিগ্ন আলবানিজের মধ্য বামপন্থী সরকার ২০২২ সালের মে মাসের নির্বাচনের পর থেকে প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর সাথে দ্রুতই এ ধরনের চুক্তিতে যাওয়ার কার্যক্রম চালাচ্ছে। পাপুয়া নিউগিনি ১৯৭৫ সালে অষ্ট্রেলিয়ার কাছ থেকে স্বাধীনতা পেয়েছে। উভয় দেশের মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। এ ছাড়া পাপুয়া নিউগিনি অষ্ট্রেলিয়ার কাছ থেকে সবচেয়ে বেশি সাহায্য পায়। চলতি বছরের সাহয্যের পরিমাণ ধরা হয়েছে ৩৩ কোটি মার্কিন ডলার। বাসস