April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 6th, 2022, 8:13 pm

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচর্যের বিরুদ্ধে ঝাঁটা ও স্যান্ডেল প্রদর্শণ করে শিক্ষার্থীদের মিছিল

জেলা প্রতিনিধি, পাবনা:

অবৈধ নিয়োগ বাতিল, উপাচার্যের অনিয়ম দুর্নীতির তদন্ত সহ সেশনজটমুক্ত ক্যাম্পাসের দাবিতেপাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রোস্তম আলীর বিরুদ্ধে ঝাঁটা ও স্যান্ডেল প্রদর্শন করে মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রোববার (৬ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তারা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশ করে। সেখানে শিক্ষার্থীরা বলেন, গত চার বছরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করেছেন। নিজে নিয়োগ বোর্ডের সভাপতি হয়ে সম্পূর্ণ অন্যায় ও অবৈধভাবে নিজের ভাতিজি কানিজ ফাতেমা, ভাগিনা হাসিবুর রহমান, ভাইয়ের ভায়রার ছেলে মীর রমজানসহ কয়েকজন আত্মীয়কে নিয়োগ দিয়েছেন। এসব অবৈধ নিয়োগ বাতিলসহ গণনিয়োগ বন্ধের দাবি জানান তারা। তারা স্বাধীনতা চত্বরের সমাবেশে বলেন, উপাচার্য রোস্তম আলী অনিয়ম ও দুর্নীতি করে চুপিসারে পালিয়ে যাবার প্রতিবাদ জানাতে তারা এমন কর্মসূচি পালন করেছেন। ভবিষ্যতে আর কোনো উপাচার্য যেনো এভাবে অনিয়ম ও দুর্নীতি করে পালিয়ে না যায় একারনেই তারা এমন কর্মসূচি পালন করেছেন।