জেলা প্রতিনিধি, পটুয়াখালী (কলাপাড়া) :
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যরা কর্মসংস্থানের দাবীতে মানববন্ধন করেছেন। সোমবার সকাল ১০ টায় পায়রা বন্দর সংলগ্ন উপজেলার টিয়াখালী ইউনিয়নে এ কর্মসুচির আয়োজন করেন। প্রায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে পায়রা বন্দরে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ পরিবারের সহস্রাধিক সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় টিয়াখালী ইউনয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো.খালেক হাওলাদার,ইউপি সদস্য আব্দুল রব জমাদ্দার, শ্রমিক নেতা মো.ফোরকান গাজী প্রমুখ।
বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী পায়রা বন্দর সংশ্লিষ্ট স্পেকট্রা ইঞ্জিনিয়ারিং লিমিটেড’র ছয় লেন বিশিষ্ট সংযোগ সড়কের কাজে শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের দাবি জানান।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি