November 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 28th, 2022, 7:22 pm

পিএসএলের নতুন চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

অনলাইন ডেস্ক :

প্রথমবারের মতো পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতল লাহোর কালান্দার্স। সপ্তম আসরের ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সকে ৪২ রানে হারিয়ে শিরোপা জয়ের আনন্দে মেতেছে লাহোর। গত রোববার রাতে গাদ্দাফি স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮০ রান করে লাহোর। জবাবে ১৯.৩ ওভারে ১৩৮ রানে অলআউট হয়ে যায় মুলতান। প্রথমে ব্যাট করতে নেমে লাহোরের শুরুটা অবশ্য ভালো ছিল না। ২৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে লাহোর। কিন্তু সেখান থেকে হাল ধরেন অভিজ্ঞ মোহাম্মদ হাফিজ। ৪৬ বলে ৯ বাউন্ডারি আর ১ ছক্কায় ৬৯ রানের ঝকঝকে এক ইনিংস উপহার দেন ডানহাতি এই ব্যাটার। পরের দিকে হ্যারি ব্রুকসের ২২ বলে ৪১ আর ডেভিড ওয়াইজের ৮ বলে ২৮ রানের ঝড়ে বড় পুঁজি পেয়ে যায় লাহোর। মুলতানের পক্ষে আসিফ আফ্রিদি শিকার করেন তিনটি উইকেট। জয়ের লক্ষ্যে খেলতে নেমে ৩৬ রানে অধিনায়ক ও ওপেনার মোহাম্মদ রিজওয়ানকে হারিয়ে ফেলার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুলতান। ৬৩ রানের মধ্যে ৫ ব্যাটার সাজঘরে ফিরলে জয়ের আশা ফিকে হয়ে যায়। শেষপর্যন্ত ১৯.৩ ওভারে ১৩৮ রানে গুটিয়ে যায় মুলতানের ইনিংস। খুশদিল শাহ ২৩ বলে ৩২ ও টিম ডেভিড ১৭ বলে ২৭ রান করেন। ৩০ রানে ৩টি উইকেট শিকার করেন লাহোর অধিনায়ক শাহিন আফ্রিদি। তিনি টুর্নামেন্টেরই সর্বোচ্চ উইকেট শিকারি। এছাড়াও মোহাম্মদ হাফিজ ও জামান খান দু’টি করে উইকেট শিকার করেন।