April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 12th, 2023, 8:45 pm

পিএসএলে এক ম্যাচেই ৫১৫ রান

অনলাইন ডেস্ক :

রানের বন্যা বইছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। বাবর আজমের পেশোয়ার জালমি তো টানা দুই ম্যাচে ২৪০ এরও বেশি টার্গেট দিয়ে ম্যাচ হেরেছে। তবে শনিবার মুলতান সুলতানস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচে যা হলো তা রীতিমতো অবিশ্বাস্য। ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। পুরো ম্যাচে উঠেছে ৫১৫ রান। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে মুলতান সুলতানস ২০ ওভারে ২৬২ রান সংগ্রহ করে। পিএসএলের ইতিহাসে যা সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিস্ফোরক ইনিংস খেলে নতুন কীর্তি গড়েলেন ওপেনার উসমান খান। মাত্র ৩৬ বলেই সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছেন তিনি, যা পিএসএলের ইতিহাসে দ্রুততম ব্যক্তিগত শতক। আগের রাতেই মুলতানের হয়েই পেশোয়ার জালমির বিপক্ষে ৪১ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার ওপেনার রাইলি রুশো। ২৬৩ রানের বিশাল টার্গেট দিয়ে নিশ্চিন্তেই থাকার কথা ছিল মোহাম্মদ রিজওয়ানের দল মুলতানের। কিন্তু ঝোড়ো ব্যাটিং করে কোয়েটাও, তাদের ইনিংস থামে ২৫৩ রানে। ফলে মাত্র ৯ রানে ম্যাচটি জিতে মুলতান। দুই দল মিলিয়ে ম্যাচে মোট রান ৫১৫। টি-টোয়েন্টির ২০ বছরের ইতিহাসে এত রান আসেনি আর কোনো ম্যাচ থেকেই। এর আগে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টির এক ম্যাচে উঠেছিল ৫০১ রান।