অনলাইন ডেস্ক :
বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। গোলও পেয়েছেন। কিন্তু দলের সুর-তাল-লয়ে এখনও সমস্যা রয়ে গেছে। ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি মনে করছেন, পিএসজিতে গিয়ে নিঃসঙ্গ হয়ে পড়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত রোববার আক্রমণভাগের তিন তারকা মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপেকে নিয়েও মার্সেইয়ের বিপক্ষে জিততে পারেনি পিএসজি। লিগ ওয়ানের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত বার্সেলোনায় একসঙ্গে খেলেন মেসি ও অঁরি। প্রাইম ভিডিওকে ১৯৯৮ বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড অঁরি বলেছেন, ‘আমি তাকে নিঃসঙ্গ দেখছি। মাঠে মেসি যেন একা হয়ে পড়েছে এবং খুব বেশি বলের সংস্পর্শেও থাকছে না সে। আমি বলব না, এখানে সে দুঃখী কিন্তু তাকে নিঃসঙ্গ মনে হচ্ছে। সেন্টার পজিশনেই তাকে আমি দেখতে চাইব। আমি মনে করি না, ডান দিকে খেলে সে পার্থক্য গড়ে দিতে পারবে। সে কিছুটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, সেন্টারে ফেরাটা তাকে ছন্দ এনে দেবে।’ বার্সেলোনায় যখন একসঙ্গে খেলতেন থিয়েরি অঁরি এবং লিওনেল মেসি। মেসির সঙ্গে খেলার অভিজ্ঞতা নিয়ে অঁরি বলেন, ‘মেসি খুব বেশি কথা বলে না। সে কাজটা করে বল পায়ে। এ মুহূর্তে দলটা কিলিয়ানের, তার হাত ধরেই উজ্জ্বলতা ছড়াচ্ছে পিএসজি। বল কিলিয়ানকেই বেশি খুঁজে নেয়। যে কোনো দলেই যদি একজনের চেয়ে বেশি চালক থাকে, তাহলে সেই দল ঐক্যবদ্ধ হয়ে খেলতে পারে না। এই দলে অনেক চালক। তারা একই গতিতে খেলতে পারছে না। একটা পথ বের করতে হবে, যাতে করে তারা (মেসি, নেইমার ও এমবাপে) একসঙ্গে খেলতে পারে।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ