পিরোজপুরের সদর উপজেলায় অটোরিকশা চালক অনিক হত্যার ঘটনায় জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করেছে পুলিশ।
শুক্রবার সকালে পিরোজপুর জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।
গ্রেপ্তাররা হলো- পিরোজপুর শহরের তালুকদার পাড়া এলাকার জামাল মোল্লার ছেলে হাফিজ মোল্লা ওরফে মারুফ মোল্লা, পিরোজপুর শহরের মধ্যরাস্তা এলাকার কালাম মোল্লার ছেলে আবিদ মোল্লা, একই এলাকার হানিফ শেখের পুত্র শাহিন শেখ এবং বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার হোগলাপাশা ইউনিয়নের মহিষপুড়া এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে মেহের চাঁন হাওলাদার।
গত মঙ্গলবার (১০ অক্টোবর) পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিকের লাশ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় ঐ দিনই নিহতের মা লাকি বেগম বাদি হয়ে পিরোজপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, সোমবার(১০ অক্টোবর) সন্ধ্যার কিছু সময় পরে সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকায় পিরোজপুর-নাজিরপু-ঢাকা সড়কের পাশ্ববর্তী একটি সড়কে নিয়ে অনিনকে গলা চেপে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
অনিকের লাশ উদ্ধারের পর ডিবি পুলিশ তথ্য-প্রযুক্তি ব্যবহার করে হত্যাকারীদের শনাক্ত করে।
পরে পিরোজপুর, বাগেরহাট ও ঢাকায় অভিযান চালিয়ে এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ। ছিনতাই হওয়া রিকশাটিও উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে। আসামিরা তাদের অপরাধ স্বীকার করে জবানবন্দী দিয়েছেন বলেও জানান পুলিশ সুপার।
—-ইউএনবি
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ