অনলাইন ডেস্ক :
নিরাপত্তার অজুহাতে নিউজিল্যান্ড পাকিস্তান ছাড়ার চার দিনের ব্যবধানে ইংল্যান্ডও সফর বাতিল করে। এবার ইসিবি চেয়ারম্যান ইয়ান ওয়াটমোর তাদের পুরুষ ও নারী দলের সফর বাতিল করায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশের পাশাপাশি আগামী শীতকালীন মৌসুমে তিনটি টেস্ট ও পাঁচটি ওয়ানডে খেলতে পাকিস্তানে লম্বা সফরে আসার আশ্বাসও দিলেন ওয়াটমোর। ব্রিটিশ গণমাধ্যম ডেইলি মেইলকে তিনি বলেন, ‘আমাদের সিদ্ধান্তে যারা কষ্ট পেয়েছেন বা হতাশ হয়েছেন, তাদের প্রত্যেকের কাছে আমি আন্তরিক দুঃখ প্রকাশ করছি, বিশেষ করে পাকিস্তানের কাছে। বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছিল তা ছিল খুবই কঠিন এবং আমাদের খেলোয়াড় ও স্টাফদের ভালোর জন্য, মানসিক স্বাস্থ্যের কথা ভেবেই নিয়েছে।’ তিনি আরো বলেন, ‘বোর্ড নিজেদের মতো বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছিল এবং কারও সঙ্গে আলোচনায় যায়নি। আমরা যদি সফর এগিয়ে নিতে চাইতাম তাহলে খেলোয়াড়দের কাছে প্রস্তাব পাঠাতাম। আমরা আরেকটি পাকিস্তান সফরের প্রতিশ্রুতি দিচ্ছি। আগামী বছরই যেন সফরটা করা যায় সেই পরিকল্পনা করছি।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা