অনলাইন ডেস্ক :
হোয়াইট হাউস বলেছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর উপদেষ্টাদের দ্বারা বিভ্রান্ত হচ্ছেন এবং এই উপদেষ্টারা ইউক্রেনের যুদ্ধ কতটা খারাপ হচ্ছে, সে ব্যাপারে পুতিনকে বলতে ভয় পাচ্ছেন। ব্রিটিশ গোয়েন্দারা বলেছেন, ইউক্রেনে রুশ সৈন্যরা হতাশ হয়ে পড়েছে। সেখানে সামরিক সরঞ্জামের অভাব দেখা দিয়েছে এবং আদেশ পালন করতে সৈন্যরা অস্বীকার করছে। গত বুধবার যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান কর্মকর্তারা বলেছেন, ভয়ে থাকা উপদেষ্টারা ইউক্রেন যুদ্ধে দুর্বল অবস্থান এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি নিয়ে ভ্লাদিমির পুতিনকে বিভ্রান্ত করছেন। হোয়াইট হাউস জানিয়েছে, রাশিয়ার অর্থনীতিতে পশ্চিমা নিষেধাজ্ঞার পুরো প্রভাব সম্পর্কে দেশটির প্রেসিডেন্ট পুতিনকেও জানানো হচ্ছে না। যদিও যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান কর্মকর্তাদের এই মূল্যায়নের প্রতিক্রিয়া এখনো ক্রেমলিনের তরফ থেকে দেওয়া হয়নি। হোয়াইট হাউসের মুখপাত্র কেট বেডিংফিল্ড বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে তথ্য রয়েছে যে, রুশ সেনাবাহিনী পুতিনকে বিভ্রান্ত করছে। এতে করে পুতিন এবং তাঁর সামরিক নেতৃত্বের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেছেন, ইউক্রেনে পুতিনের যুদ্ধ করাটা কৌশলগত ভুল। যা রাশিয়াকে দীর্ঘমেয়াদে দুর্বল করে ফেলছে এবং বিশ্ব মঞ্চে দেশটি ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। সূত্র: বিবিসি।
আরও পড়ুন
গাজায় গত একদিনে নিহত ৫২
তীব্রতর হচ্ছে ইসরায়েলি হামলায় লেবাননে যুদ্ধ
হারিকেন হেলেনে যুক্তরাষ্ট্রে অন্তত ৯০ জনের মৃত্যু