অনলাইন ডেস্ক :
হৃদরোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার না ফেরার দেশে চলে গেছেন ভারতের কন্নড় ও তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার পুনিত রাজকুমার। অভিনয়ের পাশাপাশি মানবসেবা দিয়েও ভক্তদের মন জয় করেছিলেন তিনি। পুনিতের মৃত্যুতে যেমন চলচ্চিত্র জগতে শূন্যতা তৈরি হয়েছে, একইভাবে এমন অনেক দরিদ্র হয়ে পড়েছে অসহায়। ১,৮০০ জন অনাথ মেয়েকে দত্তক নিয়েছিলেন পুনিত। তাদের জীবন চলত পুনিতের সাহায্যে। পুনিতের মৃত্যুকে অন্ধকারে পড়ে গেছেন তারা। আর তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন আর এক তেলুগু অভিনেতা এবং পুনিতের ঘনিষ্ঠ বন্ধু বিশাল। বিশাল অভিনেতা বলেন, ‘পুনিত আমার প্রকৃত বন্ধু ছিল। ও যে স্বপ্ন দেখেছিল সেটি আমি পূর্ণ করব। তার কারণে ১,৮০০ জন ছেলেমেয়ে বিনামূল্যে পড়াশোনা করার সুযোগ পাচ্ছিল। আমি নিজের টাকা এবং শক্তি খরচ করে সেই ধারা বজায় রাখব। ওদের জন্য দরকার হলে নিজের সম্পত্তিও বিক্রি করে দেব।’ শিশুশিল্পী হিসাবে অভিনয় শুরু করেছিলেন পুনিত। পর্যন্ত ২৯ টির বেশি কন্নড় সিনেমায় অভিনয় করেছেন তিনি। ১৯৮৫ সালে ‘বেত্তাধা হুভু’ সিনেমার জন্য শিশুশিল্পী হিসাবে জাতীয় চলচ্চিত্র সম্মানে ভূষিত হয়েছিলেন পুনিত। ২০০২ সালে ‘আপ্পু’ সিনেমায় সঙ্গে লিড হিরো হিসাবে আত্মপ্রকাশ করেন তিনি। পরবর্তীতে আকাশ, আরাসু, মিলনা, ভামসি, জ্যাকি, পরমাত্মা, পাওয়ার-এর মতো সুপারহিট কন্নড় সিনেমো উপহার দিয়েছেন এই অভিনেতা।
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ