November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 15th, 2023, 8:21 pm

পুরুষের শুক্রাণু গবেষণায় উঠে এলো ভয়ঙ্কর তথ্য

অনলাইন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের এক নতুন গবেষণায় দেখা গিয়েছে বিশ্বব্যাপী পুরুষের শরীরে শুক্রাণুর সংখ্যা বা স্পার্ম রেট আশঙ্কাজনক হারে কমে গেছে। গত পাঁচ দশকের মধ্যে কমপক্ষে ৫০ শতাংশ কমেছে শুক্রাণুর সংখ্যা। ঘরবাড়ি, বারান্দা ও বাগানে ব্যবহৃত কীটনাশক এবং ফল-সবজিসহ বিভিন্ন খাদ্যপণ্যে ছিটানো রাসায়নিক এর মূল কারণ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্সে জর্জ মেসন ইউনিভার্সিটির কলেজ অফ পাবলিক হেলথের ডিন ও লেখক মেলিসা পেরির গবেষণার বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনে বুধবার (১৫ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনের এমনটি বলা হয়েছে।

গবেষণার প্রধান অধ্যাপক পেরি বলেন, ‘৫০ বছর ধরে সারা বিশ্বে শুক্রাণুর ঘনত্ব প্রায় ৫০ শতাংশ কমে গেছে। এর পেছনে দায়ী প্রধান দুটি কারণ (অপরাধী) আমরা শনাক্ত করতে পেরেছি। আমাদের গবেষণায় উঠে এসেছে দুটি সাধারণ কীটনাশক – অর্গানোফসফেটস এবং এন-মিথাইল কার্বামেট – বিশ্বব্যাপী পুরুষের শুক্রাণুর ঘনত্ব কমিয়ে ফেলার পেছনে দায়ী।’

এর আগে, একাধিক চিকিৎসক হুঁশিয়ার দিয়েছেন, সারাবিশ্বে পুরুষদের শরীরে যে হারে শুক্রাণুর সংখ্যা কমে যাচ্ছে, এই হার অব্যাহত থাকলে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে মানবজাতি। প্রায় দুইশোটি গবেষণা প্রতিবেদনের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে গবেষকেরা দেখেছেন, ৪০ বছরেরও কম সময়ের মধ্যে প্রায় অর্ধেকে নেমে এসেছে পুরুষদের স্পার্ম কাউন্ট। সূত্র: সিএনএন