April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 2nd, 2022, 8:09 pm

পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন নেইমার

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমছিলো টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। সেই ম্যাচে ২-০ গোলে জিতলেও দুঃসংবাদ সঙ্গী হয় ব্রাজিল দলের। সেই ম্যাচে ৯ বার ফাউলের শিকার হয়ে মারাতœক ভাবে আঘাত পান দলের সবচেয়ে বড় তারকা নেইমার। পা মচকে যাওয়ায় গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে ছিটকে যান নেইমার। তবে নক আউট পর্বেই মাঠে নামার কথা ছিল তার। তবে এখন শোনা যাচ্ছে নতুন গুঞ্জন। শুধু গ্রুপ পর্ব নয় পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যাচ্ছেন নেইমার। শুক্রবার (২রা ডিসেম্বর) গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে মাঠে নামার আগে নতুন গুঞ্জন শুরু হলো নেইমারকে নিয়ে। ব্রাজিলের সংবাদ মাধ্যম বলছে শুধু গ্রুপ পর্ব নয়, পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার। তার লিগামেন্টে বড় সমস্যা হয়েছে বলে মনে করা হচ্ছে। ক্যামেরুন ম্যাচের আগে ব্রাজিলের সহকারী কোচ ক্লেবার হ্যাভিয়ের গণমাধ্যমকে বলেছেন, ‘নেইমার ধীরে ধীরে উন্নতি করছে। তবে আপাতত আমাদের ফোকাস ক্যামেরুন ম্যাচে। সেটা হয়ে গেলে দলের বাকিদের কার কী অবস্থা সেটা নিয়ে ভাবার সময় পাব। তার ফেরার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে আমাদের।’ তবে কি পরিকল্পনা রয়েছে সে সম্পর্কে কিছু বলেননি ক্লেবার হ্যাভিয়ের। আর তাই শোনা যাচ্ছে, নেইমারের লিগামেন্ট ভাল রকম ক্ষতিগ্রস্ত হয়েছে। তার হাঁটু এখনও ফুলে রয়েছে। ওষুধ খাইয়েও ব্যথা সেভাবে কমছে না। ফলে নক আউট পর্ব তো বটেই, ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠলে তখনও নেইমারকে পাওয়া যাবে কি না, কেউই নিশ্চিত নয়।