পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে জনগণকে নিরাপত্তা দিয়ে আসছে।
তিনি আরও বলেন, ‘নির্বাচনি দায়িত্বসহ আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সক্ষম।’
শুক্রবার (১৭ মে) সকালে সুনামগঞ্জে নগর পুলিশ ফাঁড়ির নবনির্মিত চারতলা ডরমেটরি ভবন (স্টুডিও অ্যাপার্টমেন্ট) ও সুনামগঞ্জ পুলিশ হাসপাতালের প্যাথলজিক্যাল ল্যাবের উদ্বোধন এবং পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের পর্যাপ্ত জনবল, সরঞ্জাম, লজিস্টিকস ও প্রশিক্ষণ রয়েছে। তাই দেশের আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তারা সক্ষম।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিতে একযোগে কাজ করে দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে সক্ষম হয়েছে পুলিশ।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, ‘পুলিশ জনগণের সেবা করতে পেরে গর্ববোধ করে। তাই তারা মানুষের কল্যাণে আরও কাজ করতে চায়।’
এ সময় আরও ছিলেন- সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এহসান শাহ।
—–ইউএনবি
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তীকালীন সরকার: নাহিদ ইসলাম