November 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, October 31st, 2023, 8:02 pm

পূর্বশর্ত ছাড়াই সব পক্ষ সংলাপে অংশ নেবে: সিইসির সঙ্গে সাক্ষাতে রাষ্ট্রদূত হাসের প্রত্যাশা

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস আশা প্রকাশ করেছেন, উত্তেজনা প্রশমন এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে বের করতে সব পক্ষ কোনো পূর্বশর্ত ছাড়াই ‘সংলাপে’ অংশ নেবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, ‘গণতান্ত্রিক নির্বাচনে কোনো পক্ষের রাজনৈতিক সহিংসতার কোনো স্থান নেই।’

মার্কিন রাষ্ট্রদূত হাস সহিংসতার ব্যবহার, জনগণকে তাদের সংগঠন, শান্তিপূর্ণ সমাবেশ এবং ইন্টারনেট ব্যবহারের অধিকার প্রয়োগে বাধা দেওয়াসহ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করে এমন কোনো পদক্ষেপ এড়ানোর এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলার আহ্বান জানিয়েছেন।

সিইসিকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সাক্ষাৎকালে তিনি নির্বাচন আয়োজনে অপরিহার্য কাজে নির্বাচন কমিশনের অনন্য সাংবিধানিক ভূমিকাতে স্বচ্ছতা ও জবাবদিহির আহ্বান জানান।

তিনি বলেন, যেমনটা তারা সবাই জানেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন শুরু হয় প্রকৃত ভোটগ্রহণের দিনের কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাস আগে।

রাষ্ট্রদূত হাস বলেন, ভোটার, রাজনৈতিক দল, সরকার, নিরাপত্তা বাহিনী, সুশীল সমাজ, গণমাধ্যম ও নির্বাচন কমিশন সবাই এ ব্যাপারে দায়ী।

—-ইউএনবি