জেলা প্রতিনিধি, সিলেট :
পূর্ব লন্ডনে ২২ বছরের এক ব্রিটিশ বাংলাদেশি তরুণ হত্যাকান্ডের শিকার হয়েছে। নিহত মো. আকিল মেহেদী (২২) একজন কোরআনে হাফেজ ছিলেন বলে তার পরিবারিক সূত্রে জানা গেছে।
তাঁর গ্রামের বাড়ি সিলেটের গোলাপগঞ্জের কানিশাইল গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জিয়াউর রহমানের ছেলে।
তিনি মিসরে ইসলাম ধর্ম নিয়ে পড়াশোনা করে গত রমজান মাসে লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকার একটি মসজিদে তারাবিহ-এর নামাজ পড়ান। তার মা-ও একজন কোরআন শিক্ষিকা।
লন্ডন মেট্রোপলিটন পুলিশের বরাত দিয়ে ইভিনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, শনিবার সকালে পূর্ব লন্ডনের ব্রমলি বাই বো এলাকা থেকে মেহেদীর মরদেহ উদ্ধার করা হয়। রবিবার (৭ নভেম্বর) মৃতদেহটি মেহেদীর বলে নিশ্চিত করেন তার স্বজনরা। পুলিশ ঘটনাটিকে হত্যাকা- হিসেবে শনাক্ত করে তদন্ত শুরু করেছে।
টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ রবিবার বলেন, সাবিনা নেসাকে খুনের পর মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে যুক্তরাজ্যে এ নিয়ে পাঁচ বাংলাদেশি হত্যাকা-ের শিকার হলেন। মেহেদীর মতো একজন তরুণ কোরআনে হাফিজের মরদেহ উদ্ধারের ঘটনায় কমিউনিটি গভীরভাবে শোকাহত।
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি