April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 4th, 2022, 7:56 pm

পেদ্রির গোলে তালিকার দুইয়ে বার্সেলোনা

অনলাইন ডেস্ক :

সেভিয়ার বিপক্ষে ম্যাচের আগে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেছিলেন, এই ম্যাচ তার কাছে ‘অঘোষিত ফাইনাল’। মাঠেও দেখা গেল তার প্রতিফলন। উত্তেজনাপূর্ণ এক লড়াই শেষে সেভিয়াকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠলো জাভির দল। চোখ ধাঁধানো একমাত্র গোলটি করেন ১৯ বছর বয়সী মিডফিল্ডার পেদ্রি। রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে দ্বাদশ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। তবে উসমান দেম্বেলের ক্রসে ফ্রেংকি ডি ইয়ং হেড লক্ষ্যে রাখতে পারেননি। প্রতিপক্ষের রক্ষণে গিয়ে খেই হারাচ্ছিল দুই দলের আক্রমণগুলো। ম্যাচের ৩৯তম মিনিটে গোলের খাতা খোলার সহজ সুযোগ পেয়েছিলেন স্প্যানিশ তারকা ফেরান তোরেস। তবে বার্সেলোনা ফরোয়ার্ডের দুর্বল শট অনায়াসেই ব্যর্থ করে দেন সেভিয়া গোলরক্ষক।
বিরতির ঠিক আগমুহূর্তে আরেকটা সুযোগ পায় বার্সা। ম্যাচের ৪৪ মিনিটের মাথায় পেদ্রির বাড়ানো চিপে হেড করেন দেম্বেলে। গোলমুখেই সেই হেড প্রতিহত করে দেন সেভিয়া সেন্টারব্যাক জুলেস কুন্দে। দ্বিতীয়ার্ধে নেমেই বার্সার শিবিরে পাল্টা আক্রমণ করে বসে সেভিয়া। বেশ কঠিন পরীক্ষাই দিতে হয় মার্ক আন্দ্রে টের স্টেগানকে। তাতে সহজেই উতরে যান বার্সার বাজপাখি। একের পর এক আক্রমণ করে যাওয়া বার্সেলোনা ৭২তম মিনিটে ভাঙতে সফরকারীদের প্রতিরোধ। দেম্বেলের কাছ থেকে ডি-বক্সের মাথায় বল পেয়ে ঠা-া মাথায় বুলেট গতির শটে জাল খুঁজে নেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার। এই ম্যাচের আগে টানা ১৫ ম্যাচ অপরাজিত ছিল সেভিয়া। এখানে হার এড়াতে পারলেই স্পেনের শীর্ষ লিগে নিজেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড হতো। সেটি ব্যর্থ করে দিয়ে প্রথমবারের মতো লা লিগায় টানা ছয় জয় পেল কাতালান ক্লাবটি।