April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 30th, 2022, 7:42 pm

পেলের বিদায়ে সাকিব-মিরাজের শোক

অনলাইন ডেস্ক :

বিশ্বব্যাপী ভক্তদের কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফুটবল সম্রাট পেলে। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষে বৃহস্পতিবার দিবাগত রাতে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পেলে। ব্রাজিলিয়ান কিংবদন্তির চির বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে সমগ্র বিশ্বের ক্রীড়াজগতে। ফুটবলের রাজা হয়েও পেলে সমানভাবে সমাদৃত ছিলেন অন্যান্য খেলার জগতেও। তিনবারের বিশ্বকাপজয়ী এই নক্ষত্রের মৃত্যুতে শোক জানিয়াছেন সাধারণ ভক্ত সমর্থক থেকে শুরু করে ফুটবল বা অন্যান্য খেলার তারকারাও। পেলের মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে সাকিব লিখেছেন, ‘তিনি তার প্রতিভা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন এবং ফুটবলকে একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত করেছেন। ফুটবল এবং পেলে চিরদিনই সমার্থক হয়ে থাকবে। চিরনিদ্রায় শান্তিতে থাকুন, কিংবদন্তি।’ বাংলাদেশের আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও পেলের মৃত্যুতে তাকে স্মরণ করে লিখেছেন, ‘বিদায়ী কিংবদন্তি…। আপনি চিরকাল এবং সর্বদা আমাদের মনে থাকবেন।’ দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ফুটবলের সম্রাট। খেলার মাঠে প্রবল প্রতিপক্ষকে হারিয়ে দিলেও নিজে হেরে গেলেন মরণব্যাধী ক্যান্সারের কাছে। ব্রাজিলের এই কিংবদন্তির মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট জইর বোলসোনারো।