September 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 24th, 2023, 8:12 pm

পেসারদের সাফল্যে উচ্ছ্বসিত সাবেক কোচ

অনলাইন ডেস্ক :

নিউজিল্যান্ডে অবশেষে কিউইদের বিপক্ষে রঙিন পোশাকে কাক্সিক্ষত জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। শনিবার তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়েছে সফরকারীরা। এই ম্যাচে নিউজিল্যান্ডকে ৯৮ রানে গুটিয়ে দিতে ১০ উইকেটের সবগুলো নিয়েছেন বাংলাদেশি পেসাররা। নিজেদের ইতিহাসে এমন অর্জন দ্বিতীয়বার। বাংলাদেশি পেসারদের এমন পারফরম্যান্সে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শরিফুলের একটি ছবি শেয়ার করে সেখানে ডোনাল্ড লিখেছেন, ‘বাংলাদেশের ইঞ্জিন রুম আজ দারুণ কাজ করেছে।’ ভারত বিশ্বকাপ দিয়ে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাগজে-কলমে সম্পর্ক শেষ করেন ডোনাল্ড। তবে তাসকিন আহমেদ, শরিফুলদের ঠিকই খোঁজখবর রাখেন তিনি। এমনকি বিশ্বকাপের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টে একজন করে পেসার খেলানোয় দুঃখ প্রকাশ করেছিলেন ডোনাল্ড। দুই টেস্টেই একমাত্র পেসার ছিলেন শরিফুল। সিলেটে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে ১৯ ও ঢাকা টেস্টে দুই ইনিংস মিলিয়ে মাত্র ৯ ওভার বল করেছিলেন শরিফুল।