April 26, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 13th, 2023, 7:58 pm

পোল্যান্ডকে হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

অনলাইন ডেস্ক :

বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তৃতীয় আসরে খেলার ভেন্যু ভলিবল স্টেডিয়াম নানান ঢংয়ে সেজেছে। জাঁকজমকপূর্ণ উদ্বোধনের পর ম্যাচও হয়েছে। গ্যালারি ভর্তি দর্শকরা শুরু থেকে ছিলেন মাঠে। শুরু থেকে শেষ পর্যন্ত তারা লাল-সবুজ দলকে উৎসাহ দিয়ে গেছেন। সমর্থকদের হতাশ করেনি বাংলাদেশ। ১২ দেশের টুর্নামেন্টে পোল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে দারুণ শুরু করেছে স্বাগতিকরা। প্রথম ম্যাচ জিতেছে ৫০-২২ পয়েন্টে। যদিও প্রথমার্ধের মাঝামাঝি সময়ে পূর্ব ইউরোপের দেশ পোল্যান্ড ভয় ধরিয়ে দিয়েছিল। বাংলাদেশ শুরুতে ৪-৩ পয়েন্টে এগিয়ে ছিল। এরপর পোল্যান্ড টপকে যায় স্বাগতিকদের। ১৪-১১ পয়েন্টে এগিয়ে থেকে খেলতে থাকে সফরকারীরা। তবে তুহিন তরফদার-সুবজ মিয়ারা ম্যাচে ফিরে আসতে সময় নেননি। একপর্যায়ে কুলিং ব্রেকে যাওয়ার আগে ১৭-১৪ পয়েন্টে লিডে থাকে বাংলাদেশ। বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ ১৮-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পর স্বাগতিকরা দুর্বার। এই অর্ধে প্রতিপক্ষ দলকে তেমন কোনো সুযোগই দেয়নি। অনায়াসে একের পর এক পয়েন্ট নিতে থাকে। শেষ পর্যন্ত বড় ব্যবধানে জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছে সাজুরাম গয়াতের শিষ্যরা। ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার। গ্রুপে দ্বিতীয় ম্যাচে আজ মঙ্গলবার আর্জেন্টিনার মুখোমুখি হবে বাংলাদেশ।