April 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 13th, 2022, 8:11 pm

পোল্যান্ডে রুশ পাইপলাইনে ছিদ্র

অনলাইন ডেস্ক :

রাশিয়া থেকে ইউরোপে তেল সরবরাহ করা দ্রুঝবা পাইপলাইনে এবার ছিদ্র শনাক্ত হয়েছে এবং এ কারণে জার্মানিতে তেল সরবরাহ কমে গেছে বলে জানিয়েছে পোল্যান্ড। খবর রয়টার্স। পোল্যান্ড জানিয়েছে, কোনো একটা দুর্ঘটনার কারণে দ্রুঝবা পাইপলাইন ছিদ্র হতে পারে। এই পাইপলাইন দিয়ে জার্মানিতে গিয়ে পৌঁছায় রাশিয়ার তেল। গত মাসে নর্ড স্ট্রিম পাইপলাইনে চারটি ছিদ্র শনাক্ত হয়েছিল। ছিদ্রের জন্য পশ্চিমা ও রাশিয়া একে অপরের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনেছে। রাশিয়ার গ্যাস বন্ধ এবং নর্ড স্ট্রিম পাইপলাইনে ‘নাশকতা’ নিয়ে উদ্বিগ্ন ইউরোপ যখন নিজেদের জ¦ালানি নিরাপত্তা নিয়ে চরম সতর্ক, তখন গুরুত্বপূর্ণ এই তেলের পাইপলাইনে ছিদ্রের খবর মিলল। দ্রুঝবা পাইপলাইন পরিচালনা কর্তৃপক্ষ পিইআরএন মঙ্গলবার সন্ধ্যায় জার্মানিতে তেল সরবরাহের মূল লাইনে এই ছিদ্র খুঁজে পায়। পিইআরএন বলেছে, জার্মানিতে তেলের সরবরাহ কমলেও অব্যাহত আছে।দ্রুঝবা পাইপলাইনে ছিদ্র খুঁজে পাওয়ার ঘটনায়, নাশকতার সম্ভাব্যতা বিষয়ে পোল্যান্ডের জ¦ালানি স্থাপনার দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তা মেতিউস বার্জা বলেন, আমরা দুর্ঘটনাজনিত ক্ষয়ক্ষতির কথা বলছি। আমরা এখন উত্তাল সময়ের মধ্যে বসবাস করছি, অনেক ধরনের ব্যাখ্যাই সম্ভব, কিন্তু এখন পর্যন্ত সেখানে নাশকতার কোনো ভিত্তি পাওয়া যায়নি। বার্জা বলেন, ছিদ্রের কারণে জার্মানিতে সরবরাহ করা তেলের একটা অংশ পাঠানো সম্ভব হচ্ছে না। তবে এই ছিদ্র মেরামতে ‘বেশি সময় লাগবে না’ বলেও আশ্বস্ত করেছেন তিনি। পাইপলাইনটির রাশিয়া অংশের পরিচালনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা চুক্তি অনুযায়ী আগের মতোই তেল সরবরাহ করে যাচ্ছে। দ্রুঝবা পাইপলাইনটির রুশ নাম ‘বন্ধুত্ব’। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম তেলের পাইপলাইন। এটি দিয়ে জার্মানি, পোল্যান্ড, বেলারুশ, হাঙ্গেরি, স্লোভাকিয়া, চেক রিপাবলিক ও অস্ট্রিয়াতে রুশ তেল সরবরাহ করা হয়।