অনলাইন ডেস্ক :
পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্র ইউক্রেনকে আরও উন্নত ও অধিক পরিমাণে সামরিক সহায়তা সরবরাহের প্রতিশ্রুতি দেয়ার একদিন পরে বুধবার এই পদক্ষেপ নিয়েছে ক্রেমলিন।
এদিকে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধের জেরে ইউরোপে গ্যাসের দাম ২৫ শতাংশ বেড়েছে। বেঞ্চমার্ক ডাচ ফিউচার প্রতি মেগাওয়াট ঘণ্টায় প্রায় ১০০ ইউরো থেকে প্রায় ১২৫ ইউরোতে উন্নীত হয়েছে।
রাষ্ট্র-নিয়ন্ত্রিত রুশ জায়ান্ট গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম জানায়, রাশিয়ান মুদ্রা রুবলে অর্থ প্রদান করতে অস্বীকার করায় তারা পোল্যান্ড ও বুলগেরিয়ার সঙ্গে তাদের প্রাকৃতিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করছে।
তারা চলতি মাসের শুরু থেকে কোনো অর্থ পায়নি বলেও জানায় প্রতিষ্ঠানটি।
এদিকে ইউরোপীয় নেতারা রাশিয়ার এই ধরণের আচরণকে ‘ব্ল্যাকমেইল’ বলে সমালোচনা করেছেন।
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী কিরিল পেটকভও গ্যাস সরবরাহ স্থগিত করাকে ব্ল্যাকমেইল বলে অভিহিত করে বলেছেন, এটি ‘তাদের চুক্তির চরম লঙ্ঘন।’
তিনি বলেন, ‘আমরা এই ধরনের চক্রের কাছে নতি স্বীকার করব না।’
বুলগেরিয়া ৯০ শতাংশেরও বেশি গ্যাস পায় রাশিয়া থেকে। দেশটির কর্মকর্তারা বলেছেন, তারা অন্য বিকল্প উৎস অনুসন্ধানের কাজ করছে। যেমন আজারবাইজান।
তবে রিস্ট্যাড এনার্জির বিশ্লেষক এমিলি ম্যাকক্লেইন বলেছেন, পোল্যান্ডের পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস সংরক্ষিত আছে এবং দেশটি শিগগিরই অনলাইনে আসা দুটি পাইপলাইন থেকে উপকৃত হবে।
আরও পড়ুন
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি
গাজায় গত একদিনে নিহত ৫২